Sandhya Mukhopadhyay প্রয়াত, \'মাতৃহারা হল বাংলা সঙ্গীত জগৎ\'

2022-02-16 3

চলে গেলেন সন্ধ্যা মুখাপাধ্যায়। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার প্রয়াত হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গীতশ্রীর প্রয়াণে \'মাতৃহারা হল বাংলা সঙ্গীত জগৎ\'। গীতশ্রীর মৃত্যুতে এমনই মন্তব্য করেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।